নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকা সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। বুধবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্টের সফরে রোহিঙ্গা, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ বাড়ানো, অভিবাসন ও জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি বিষয়ে আলোচনা করা হবে। তবে তিনি কখন আসবেন, সে তারিখ এখনও চূড়ান্ত হয়নি।’
কূটনৈতিক সূত্রে জনা যায়, সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন শেষে ১১ সেপ্টেম্বর বাংলাদেশে আসবেন এমানুয়েল মাখোঁ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এ ছাড়া ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। ২০২১ সালের নভেম্বর প্যারিসে দ্বিপক্ষীয় সফরে এমানুয়েল মাখোঁ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, সেপ্টেম্বরের ৭-৮ তারিখে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্ভেই ল্যাভরভ ঢাকায় আসছেন। ঢাকায় ৭ তারিখ তার সঙ্গে বৈঠক হবে। এতে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে। এ ছাড়া আরও নানা বিষয় নিয়ে আলোচনা হবে।
Leave a Reply