তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করলেন ড. মুহাম্মদ ইউনূস

তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করলেন ড. মুহাম্মদ ইউনূস

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক ইয়ং জেন ফোরামে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন। এ সময় অধ্যাপক ইউনূস তরুণদের উদ্যোক্তা হওয়ার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি সাধনে অবদান রাখতে পারবে বলেও মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি বলেন, তরুণরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, দেশ বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে। তিনি তরুণদের উদ্যোক্তা হওয়ার মাধ্যমে নতুন পথ তৈরি করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উৎসাহিত করেন।

ড. ইউনূস তরুণদের প্রতি আহ্বান জানান যে, তারা যেন নিজেদেরকে ‘তিন-শূন্য ব্যক্তি’ হিসেবে গড়ে তোলেন, যাতে পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। তিনি বলেন, যদি আমরা সেবা দিতে চাই, তাহলে আমাদের তিনটি শূন্যের একটি নতুন সভ্যতার দিকে যেতে হবে। সেগুলো হলো- শূন্য কার্বন নির্গমন, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণ।

প্রফেসর ইউনূস বলেন, কার্বন নির্গমন, বর্জ্য উৎপাদন এবং সম্পদ কেন্দ্রীকরণের পুরোনো অর্থনৈতিক মডেল প্রয়োগ করে বিশ্ব একটি আত্মধ্বংসী সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে।

মানুষ অন্য কারও অধীনে কাজ করার জন্য জন্মগ্রহণ করেনি। বরং তারা উদ্যোক্তা হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে উল্লেখ করে, তিনি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার কথা মাথায় রাখতে বলেন। বর্তমান তরুণ প্রজন্মকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হিসেবে অভিহিত করেন নোবেলজয়ী এ অর্থনীতিবিদ।

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme