দেশীয় প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

দেশীয় প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

file photo

দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭৫০ কিলোমিটার এবং এটি অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও নেভিগেশন প্রযুক্তি দিয়ে সজ্জিত।

এটি শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

‘ফাতাহ-৪’ পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অংশ হিসেবে কাজ করবে। এটি সেনাবাহিনীর প্রচলিত ক্ষেপণাস্ত্র শক্তিকে আরও ব্যাপক ক্ষমতা, বিধ্বংসী শক্তি ও টিকে থাকার সক্ষমতা দেবে।

এর পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের সঙ্গে জড়িত বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

এ উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান এবং তিন বাহিনীর প্রধানরা সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্ট সেনাসদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে, মে মাসে ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে, পাকিস্তান ‘ফাতাহ’ সিরিজের আরও একটি ১২০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। সূত্র: জিও নিউজ

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme