বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মেয়ে কিম জু আয়ে। প্রথমবারের মতো বাবার সঙ্গে সরকারি সফরে চীন গেছেন তিনি। এরপরই জল্পনা শুরু হয়েছে, তিনিই কি কিম জং উনের উত্তরসূরি?
২০২২ সালে প্রথমবার আলোচনায় আসেন কিম জু আয়ে। পারিবারিক প্রথা ভেঙে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনীতে মেয়েকে সঙ্গে নিয়ে হাজির হন কিম জং উন। এরপর থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে। এবার বাবার আন্তর্জাতিক সফরে তার উপস্থিতি উত্তর কোরিয়ার উত্তরাধিকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার দাবি, বেইজিং সফরের সময় কিমের পেছনে ট্রেন থেকে যে কিশোরীকে নামতে দেখা গেছে, তিনি জু আয়ে। বিশ্লেষকদের মতে, কিম পরিবারে তথ্য গোপন রাখা হলেও জু আয়েকে ধীরে ধীরে প্রটোকল ও নেতৃত্বের অভিজ্ঞতা দেওয়া হচ্ছে। ফলে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতা হওয়ার দৌড়ে তিনিই এখন সবচেয়ে এগিয়ে।
তবে এ সিদ্ধান্ত ঐতিহ্য ভাঙার সমান। কারণ কিম জং উন বা তার বাবা কিম জং ইল কেউই তাদের পূর্বসূরিদের সঙ্গে বিদেশ সফরে অংশ নেননি। এমনকি কিম জং উনের ক্ষমতাধর বোনেরও এ অভিজ্ঞতা নেই।
বর্তমানে জু আয়ের বয়স ১৩ বছর বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার দূতাবাসের অনুষ্ঠানসহ নানা গুরুত্বপূর্ণ আয়োজনে তার উপস্থিতি ক্রমেই বাড়ছে। যদিও উত্তর কোরিয়ার পুরুষপ্রধান শাসন কাঠামোয় শেষ পর্যন্ত কোনো নারীকে সর্বোচ্চ পদে দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
Leave a Reply