পাকিস্তানে সামরিক গাড়িবহরে তালেবান হামলা, ১২ সেনা নিহত

পাকিস্তানে সামরিক গাড়িবহরে তালেবান হামলা, ১২ সেনা নিহত

file photo

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবানের হামলায় দেশটির সামরিক বাহিনীর ১২ সদস্য নিহত হয়েছেন। শনিবার ভোরে দক্ষিণ ওয়াজিরিস্তানের আফগান সীমান্তের কাছে পাহাড়ি বাদার এলাকায় সামরিক বাহিনীর গাড়িবহরে এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পাল্টাপাল্টি তুমুল গোলাগুলির ঘটনায় ১২ সেনা ও ১৩ জঙ্গি নিহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন।

পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করে বলেছে, সেনাদের কাছ থেকে তারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও ড্রোনও হাতিয়ে নিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, হামলার পর কয়েক ঘণ্টা হেলিকপ্টার দিয়ে আহতদের হাসপাতালে ও হামলাকারীদের খোঁজার চেষ্টা করা হয়।

হামলার আশঙ্কায় সাধারণত ওই এলাকায় সামরিক গাড়িবহর যাতায়াতের সময় কারফিউ দেওয়া হয়  এবং পথগুলো আগেই নিরাপত্তার চাদরে ঢাকা থাকে। এর মধ্যে এই হামলা কীভাবে হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইসলামাবাদের দীর্ঘদিনের অভিযোগ, ভারতের সহায়তায় আফগান তালেবানরাই পাকিস্তান তালেবানকে আশ্রয় দিচ্ছে। তবে নয়া দিল্লি ও কাবুল দুই পক্ষই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর থেকে পাকিস্তানেও নিরাপত্তা বাহিনীর ওপর তালেবানের এই অংশের হামলা বেড়ে গেছে।

পাকিস্তান আশা করছে, অস্থায়ী আফগান সরকার তার দায়িত্ব পালন করবে এবং আফগান মাটিকে পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমে ব্যবহার হতে দেবে না, বলেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme