বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা-ম্যানসিটি কোথায়?

বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা-ম্যানসিটি কোথায়?

ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের তালিকায় শীর্ষস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ। টানা চতুর্থ বছর এই স্বীকৃতি পেল ইউরোপের সফলতম ক্লাবটি।শুক্রবার (৩০ মে) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ব্যবসাবিষয়ক ম্যাগাজিন ‘ফোর্বস’।

ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে গত বছর রিয়াল মাদ্রিদের মোট দাম (এন্টারপ্রাইজ ভ্যালু) ছুঁয়েছিল ৫০০ কোটি ইউরো। এবার প্রথম ক্লাব হিসেবে ৬০০ কোটি ইউরো পেরিয়ে গেছে রিয়ালের দাম।

ফোর্বস তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩-২৪ মৌসুমে রেকর্ড ১.১৩ বিলিয়ন ডলার রাজস্ব আয় করে রিয়াল। ক্লাবটির ইতিহাসে এই প্রথম এক মৌসুমে ১ বিলিয়ন ডলার আয়ের কীর্তি অর্জন করেছে স্প্যানিশ লা লিগার ক্লাবটি।

সব ধরনের খেলাধুলা মিলিয়েই বছরে ১০০ কোটি ডলার আয় করা ইতিহাসের দ্বিতীয় ক্লাব রেয়াল। এই কীর্তি গড়া অন্য ক্লাবটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) দল ডালাস কাউবয়।

ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, যাদের বর্তমান বাজারমূল্য ৬.৬ বিলিয়ন ডলার। ২০২৩-২৪ মৌসুমে দলটি ৮৩৪ মিলিয়ন ডলার আয় করেছিল। যদিও প্রিমিয়ার লিগে হতাশাজনক পারফরম্যান্স করে অষ্টম স্থানে থেকে লিগ শেষ করেছিল রেড ডেভিলরা।

লা লিগায় রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ফোর্বসের এ তালিকায় তৃতীয় স্থানে, যাদের মূল্য ৫৬৫ কোটি ডলার। এরপর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব যথাক্রমে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি।

ফোর্বসের তথ্য মতে, শীর্ষ ১০ ক্লাবের মধ্যে ৬টিই প্রিমিয়ার লিগের। জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফরাসি লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) পর এ তালিকায় এসেছে প্রিমিয়ার লিগের আরও তিন ক্লাব- আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার এবং চেলসি।

ফোর্বস আরও জানিয়েছে, বিশ্বের সবচেয়ে মূল্যবান ৩০টি ফুটবল দলের মোট মূল্য এখন ৭২ বিলিয়ন ডলারের বেশি। যার গড় মূল্য দাঁড়ায় ২.৪ বিলিয়ন ডলার। এটি ২০২৪ সালের রেকর্ড ২.২৬ বিলিয়নের চেয়েও ৫ শতাংশ বেশি।

বিশ্বের সবচেয়ে দামি ১০ ফুটবল ক্লাব
ক্লাব    দেশ    দাম (ইউরো)
রিয়াল মাদ্রিদ    স্পেন    ৬২৭ কোটি
ম্যানচেস্টার সিটি    ইংল্যান্ড    ৫১০ কোটি
ম্যানচেস্টার ইউনাইটেড    ইংল্যান্ড    ৫০৫ কোটি
বার্সেলোনা    স্পেন    ৪৪৫ কোটি
বায়ার্ন মিউনিখ    জার্মানি    ৪২৮ কোটি
লিভারপুল    ইংল্যান্ড    ৪২০ কোটি
আর্সেনাল    ইংল্যান্ড    ৪০১ কোটি
পিএসজি    ফ্রান্স    ৩৭৬ কোটি
টটেনহাম    ইংল্যান্ড    ৩৬৫ কোটি
চেলসি    ইংল্যান্ড    ৩০১ কোটি

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme