আগামী অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। তবে সাবেক এই অধিনায়কের লক্ষ্য আরও বড়। পর্যাপ্ত সমর্থন পেলে বিসিবির সভাপতি পদেও লড়তে চান তিনি।
এক সাক্ষাৎকারে তামিম বলেন, বর্তমানে দেশের ক্রিকেটে বিদ্বেষ আর বিভাজন বাড়ছে, যা কোনোভাবেই কাম্য নয়। তার ভাষায়, ‘এখন মানুষ একে অপরকে ছোট করছে, মিথ্যা ছড়াচ্ছে। অথচ আলোচনার বিষয় হওয়া উচিত—কে নতুন চিন্তা আনতে পারবে এবং ক্রিকেটের জন্য সবচেয়ে উপযুক্ত।’
তামিম মনে করেন, শুধু খেলোয়াড়রা আধুনিক ক্রিকেট খেললেই হবে না, সিদ্ধান্ত গ্রহণকারীদের মানসিকতাও আধুনিক হতে হবে। পুরোনো চিন্তাভাবনায় চললে সমস্যাই বাড়বে। তাই আধুনিক দৃষ্টিভঙ্গির নেতৃত্ব এখন জরুরি। নির্বাচিত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত করতে চান তামিম।
বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের অক্টোবরে। নিয়ম অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন হতে হবে। এ প্রসঙ্গে তামিম বলেন, এখন এমন কাউকে বেছে নেওয়ার সময় এসেছে, যিনি সত্যিই দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারবেন।
সভাপতি হলে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান অবকাঠামো উন্নয়নে। তামিম বলেন, ‘আমাদের খেলোয়াড়, কোচ আছে। কিন্তু তাদের গড়ে তোলার সুযোগ-সুবিধা নেই। এখনও একই একাডেমি মাঠে সবাইকে অনুশীলন করতে হয়। বিপিএল বা ডিপিএলের সময় এক মাঠে সাতটি দল প্র্যাকটিস করে। অথচ বিসিবি বিশ্বের অন্যতম ধনী বোর্ড, প্রায় ১৩০ কোটি টাকা এফডিআর আছে। কিন্তু কাউন্টির মতো অবকাঠামো নেই।’
তামিমের লক্ষ্য, দায়িত্ব পেলে আগামী ৮-১০ বছরের জন্য উন্নয়নের ভিত গড়ে দেওয়া। তিনি বলেন, ‘কেউ অবকাঠামো নিয়ে কথা বলে না। আমি সুযোগ পেলে আগামী চার বছরে সেই সুবিধা গড়ে তুলতে চাই, যাতে পরের ৮-১০ বছর বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যেতে পারে। যেমন, কোনো ব্যবসা শুরু করলে কারখানা ছাড়া পণ্য তৈরি হয় না। আমাদের ক্রিকেটেও একই কথা প্রযোজ্য।’
Leave a Reply