রাশিয়ার কাছ থেকে তেল কিনতে অনড় থাকায় ভারতের ওপর বেশ ক্ষিপ্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যে আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে রাশিয়ার পক্ষে বার্তা দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ভারতের ওপর অনৈতিক বাণিজ্যিক চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেছে মস্কো।
মঙ্গলবার (৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা এমন অনেক বক্তব্য শুনতে পাচ্ছি যা আসলে হুমকি। এগুলো দেশগুলোকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করার প্রচেষ্টা। আমরা এই ধরনের বক্তব্যকে বৈধ বলে মনে করি না।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, সার্বভৌম দেশগুলোর তাদের নিজস্ব বাণিজ্য অংশীদার এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য নিজেদের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত বেছে নেওয়ার অধিকার থাকা উচিত এবং এটি তাদের রয়েছে।’
এর আগে ট্রাম্প বলেন, শুক্রবার থেকে তিনি রাশিয়ার পাশাপাশি তার থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবেন। শুল্ক আরোপের সমসয়সীমা শেষ হয়ে আসলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যুদ্ধের বিষয়ে রাশিয়ার অবস্থানে কোনও পরিবর্তন না আসার ইঙ্গিত দিয়েছেন।
এদিকে ট্রাম্পের হুমকিকে “অযৌক্তিক” বলে অভিহিত করেছে নয়াদিল্লি এবং তার অর্থনৈতিক স্বার্থ রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে। ফলে দুটি প্রধান অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য বিভেদ আরও গভীর হয়ে উঠছে।
এর আগে ভারতের দুই সরকারি সূত্র সপ্তাহান্তে রয়টার্সকে জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে নয়াদিল্লি।
Leave a Reply