আরব অমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই ভারতে উড়াল দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ইতোমধ্যেই ভারতে পৌঁছে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন তিনি।
গুজরাট টাইটান্সের বিপক্ষে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে একাদশ সাজিয়েছে দিল্লি ক্যাপিটালস।
রোববার (১৮ মে) আইপিএলে রাতের ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। দিল্লির ঘরের মাঠে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
বিরতির আগে দিল্লির একাদশে নিয়মিত ছিলেন মিচেল স্টার্ক। তবে এই অজি পেসার বিরতির পর আর ভারতে ফিরেননি। তাই পেস ইউনিটে ঘাটতি তৈরি হয়েছে। মোস্তাফিজের অন্তর্ভুক্তি সেই ঘাটতি পূরণ করতে পারে। এ ছাড়া মোস্তাফিজও স্টার্কের মতোই বাঁহাতি পেসার। তাই ফিজই হতে পারেন স্টার্কের সেরা বিকল্প।
Leave a Reply