স্প্যানিশ লিগের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই দুই দলের ম্যাচে সবসময় কাজ করে বাড়তি উত্তেজনা। মাঠ, গ্যালারি, স্টেডিয়ামে বাইরে কিংবা সোশ্যাল মিডিয়া সবখানে দুই দলের ভক্ত-সমর্থকদের মধ্যে লেগে থাকে মধুর যুদ্ধে। মাঝে মাঝে যা রূপ নেয় সংঘর্ষে। কেননা দুই ম্যাচের খেলা শুধু মাঠে সীমাবদ্ধ থাকে থাকে না। অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি এক ম্যাচের ওপর নির্ভর করে অনেক কিছুই।
অন্যবারের লড়াইয়ের চেয়ে মৌসুমের শেষ ‘এল ক্লাসিকো’তে বাড়তি নজর থাকবে সবার। কেননা এই ম্যাচের মধ্যে দিয়ে নির্ধারিত হবে লা লিগার শিরোপা যাবে কোথায়! মাদ্রিদে নাকি বার্সেলোনায়। কাতালানদের ঘরের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে আজ রাতে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে চলতি মৌসুমের শেষ এল ক্লাসিকো। বর্তমানে লা লিগায় পয়েন্ট টেবিলে বার্সেলোনা থেকে ৪ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ।
লা লিগায় শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই এমবাপ্পে-ভিনিনিসিয়ুস জুনিয়রদের। ম্যাচে নিজেরের সর্বোচ্চটা দিয়ে লড়াই করবে দলটি। ক্লাবের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি শেষটা শিরোপা দিয়ে রাঙাতে চাইবে রিয়াল মাদ্রিদ। যার কারণে এই ম্যাচকে অঘোষিত ফাইনাল বললেও ভুল কিছু বলা হবে না। অন্যদিকে যদি লস ব্লাঙ্কোসদের হারিয়ে যদি ম্যাচটিতে থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেন ইয়ামাল-রাফিনিয়া-পেদ্রিরা। তাহলে শিরোপা জয়ে আর বাধা থাকবে না কাতালানদের।
যদিও চলতি মৌসুমে দুটি ফাইনালসহ মোট চারটি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে একটি ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি রিয়াল মাদ্রিদ। সেই চার ম্যাচে বার্সার জালে কেবল মাত্র পাঁচবার বল জড়াতে পেরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। অন্যদিকে সেই চার ম্যাচেও রিয়ালের জালে ১৪বার বল জড়িয়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তাতে আঁচ করা যায় চলতি মৌসুমে কতটা অপ্রতিরোধ্য কাতালানরা। যদিও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হারে শিরোপা ছোঁয়ার স্বপ্ন অধরায় রয়ে যায় ইয়ামাল-রাফিনিয়াদের। তবে লা লিগা শিরোপা উঁচিয়ে ধরে সেই আক্ষেপ কিছুটা হলেও পূরণ করতে চান বার্সা সমর্থকরা।
বার্সা সমর্থকদের জন্য স্বস্তির খবর হতে পারে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানন্দোভস্কি ফেরা। যদিও শুরুর একাদশে দেখা যাবে না এই পোলিশ তারকাকে। যা গতকাল সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন বার্সা বস হ্যান্সি ফ্লিক। এছাড়াও তিনি জানিয়েছেন, ‘লা লিগার শিরোপা হচ্ছে সবচেয়ে সৎ শিরোপা। যদি তুমি লা লিগা জিতো, তাহলে এর অর্থ হলো তুমি ৩৮টি খেলায় সেরা।’
এল ক্লাসিকো নিয়ে তিনি আরও বলেন, ‘সবাই জানে যে এল ক্লাসিকোতে, আপনাকে আপনার সর্বোচ্চটা দিতে হবে। আগামীকাল (আজ) দলকে এটাই করতে হবে। আমরা মাঠে তীব্রতা, আধিপত্য দেখতে চাই। আমরা সবাই জানি রিয়াল একটি দুর্দান্ত দল, কিন্তু আমরা ঘরের মাঠে খেলি। আমি আমাদের ভক্তদের প্রতি সত্যিই কৃতজ্ঞ এবং তারা আমাদের অনেক সমর্থন করে।’
Leave a Reply