মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনলাইনে বাগবিতন্ডায় জড়িয়ে এবার নতুন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। খবর আল জাজিরা
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, তারা স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নিতে যাচ্ছে। এমন পরিস্থিতির জন্য দিমিত্রি ন্যাটোকে দায়ী করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘মধ্য ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে স্থগিতাদেশ প্রত্যাহারসংক্রান্ত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ন্যাটো দেশগুলোর রাশিয়াবিরোধী নীতির ফল।’
গতকাল সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়ার পরই মেদভেদেভ এমন পোস্ট করেন। এক্সে দেওয়া সর্বশেষ পোস্টে হুঁশিয়ারি উচ্চারণ করে মেদভেদেভ আরও বলেন, ‘এটি একটি নতুন বাস্তবতা, যা আমাদের সব প্রতিপক্ষকে মেনে নিতে হবে। আরও পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন।’
তবে আরও পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে বললেও সেটি কী হতে পারে, সে বিষয়ে মেদভেদেভ কিছু বলেননি।
এদিকে সাবেক এই প্রেসিডেন্টের সঙ্গে লড়াইয়ের জের ধরে গত সপ্তাহে ট্রাম্প রাশিয়ার কাছে ‘উপযুক্ত অঞ্চলে’ যুক্তরাষ্ট্রের দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন।
গতকালের বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউরোপ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তা তাদের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনসংক্রান্ত নীতির পুনর্মূল্যায়নের কারণ হয়েছে।
উল্লেখ্য, আইএনএফ ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তি। এর মাধ্যমে ইউরোপে ভূমিভিত্তিক মধ্যমপাল্লার পারমাণবিক ও প্রচলিত ক্ষেপণাস্ত্রের মোতায়েন নিষিদ্ধ করা হয়।
সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের মধ্যে আইএনএফ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
Leave a Reply