যেভাবে দেখবেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

যেভাবে দেখবেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

file photo

চতুর্থ শিরোপার আশায় প্রহর গুণছে ইন্টার মিলানের ভক্তরা। পিএসজির চাওয়া প্রথম শিরোপা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সেরাদের সেরা হওয়ার লড়াইয়ে আজ শনিবার (৩১ মে) রাতে মুখোমুখি হচ্ছে ইন্টার ও পিএসজি। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দিনগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচ ঘিরে কেবল ইন্টার-পিএসজি সমর্থক নয়, উন্মাদনা ফুটবলপ্রেমিদের মাঝেও আছে। বাংলাদেশের ফুটবল ভক্তরা এর বাইরে নয়। কীভাবে খেলা দেখবে, তা নিয়ে আছে কৌতূহল।

বাংলাদেশি দর্শকরা সনি স্পোর্টস টেন ওয়ানে খেলা দেখতে পারবে। সাবস্ক্রিপশন নিয়ে সনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে। টফি অ্যাপেও ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এছাড়া, স্পোর্টসজেডএক্স অ্যাপে খেলা দেখা যাবে।

ফাইনালে লড়াই হবে সেয়ানে সেয়ানে। ইতালির চিরায়ত শক্তি রক্ষণ। রক্ষণ ঠিক রেখেই ইতালির ক্লাব ইন্টার আক্রমণ শানিয়েছে পুরো আসরে। ফরাসি ক্লাব পিএসজির হিসাব সোজা, যেকোনো পরিস্থিতিতে আক্রমণ করে যাও। চ্যালেঞ্জটা তাই ইন্টারের রক্ষণ দুর্গ ভাঙার। ইন্টার হাঁটবে নিজস্ব কৌশলেই, নিজের ঘর ঠিক রেখে পরের ঘর তছনছ করে দাও।

চ্যাম্পিয়ন হতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে পিএসজির। ২০২০ সালে প্রথমবার ফাইনাল খেলেছিল দলটি। শিরোপার কাছে গিয়ে ফিরতে হয়েছিল খালি হাতে। ইন্টার সর্বশেষ ফাইনাল খেলেছিল ২০১০ সালে। দেড় দশক আগের ফাইনালে শেষ হাসি হেসেছিল মিলানের ক্লাবটি। সবমিলিয়ে এটি তাদের সপ্তম ফাইনাল। পিএসজির প্রথম শিরোপার বিপরীতে ইন্টারের অপেক্ষা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়া।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme