রিয়াল ছাড়িনি, আমাকে বিক্রি করে দিয়েছিল: হাকিমি

রিয়াল ছাড়িনি, আমাকে বিক্রি করে দিয়েছিল: হাকিমি

রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে ছিলেন আশরাফ হাকিমি। শৈশবে তিনি ক্লাবে যোগ দিলেও দুই মৌসুম ধারে ও এক মৌসুম বেঞ্চে রেখে ইন্টার মিলানের কাছে তাকে বিক্রি করে দেয় রিয়াল। এক মৌসুম ইন্টারে আলো কাড়তেই মোটা অঙ্কের অর্থে পিএসজি তাকে ২০২১ সালে দলে ভেড়ায়।

ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পিএসজি। ম্যাচে দারুণ খেলা হাকিমি রিয়াল ছাড়ার প্রশ্নে বলেন, ‘আমি (রিয়াল) ছাড়িনি, আমাকে ছেড়ে দেওয়া ক্লাবের সিদ্ধান্ত ছিল।’

রিয়াল মাদ্রিদ তাকে ছেড়ে দেওয়ায় পিএসজিতে জাত চেনানোর সুযোগ পেয়েছেন বলেও মন্তব্য করেন হাকিমি, ‘আমি যেটা করতে পছন্দ করি, রিয়াল আমাকে (বিক্রি করে) সেটা করার সুযোগ করে দিয়েছে। বর্তমান কোচ আমাকে আত্মবিশ্বাস দিয়েছেন, ওপরে উঠে খেলার সুযোগ তৈরি করে দিয়েছেন। সত্য হলো- আমি খুব ভালো আছি এবং দলে নিজেকে উপভোগ করছি।’

বর্তমান সময়ের অন্যতম সেরা রাইট ব্যাক মরক্কোর আশরাফ হাকিমি। পিএসজির এই ২৬ বছর বয়সী ফুটবলার দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন। লা প্যারিসিয়ানরা মৌসুমে পঞ্চম শিরোপা জয়ের পথে আছে। রক্ষণে ভূমিকা রাখার পাশাপাশি আক্রমণে ভূমিকা রাখতে তার জুড়ি মেলা ভার। কখনো ফুল ব্যাক পজিশন ছেড়ে মিডফিল্ডে উঠছেন, কখনো কৌশলের ট্রামকার্ড হয়ে ফলস লেফট উইঙ্গারের ভূমিকা পালন করছেন।

প্রতিভায় বিনিয়োগের অংশ হিসেবে এই আশরাফ হাকিমিতে ছোট্ট বয়সেই কিনে নেয় রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের একাডেমি পেরিয়ে রিয়াল কাস্তেলা হয়ে মূল দলে খেলার দাবিদার বনে যান হাকিমি। রিয়ালে তখন দানি কারভাহালে তো ছিলেনই ব্যাকআপ হিসেবে ছিলেন ব্রাজিলের ডিফেন্ডার দানিলো। প্রথমে ধারে পাঠিয়ে পরে হাকিমিকে তাই বিক্রি করে দেয় রিয়াল।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme