১ হাজার ২৬২ অফিসার নেবে ৬ ব্যাংক

১ হাজার ২৬২ অফিসার নেবে ৬ ব্যাংক

প্রতিকী ছবি

৬ ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে ১ হাজার ২৬২ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সদস্যভুক্ত ব্যাংকগুলোর এই সমন্বিত নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। আবেদন করতে হবে অনলাইনে ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ১১টা ৫৯টার মধ্যে।

কোন ব্যাংকে কত পদ: সোনালী ব্যাংকে ৮৪৯টি, অগ্রণী ব্যাংকে ৩২০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৬টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৬৪টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৫টি ও বেসিক ব্যাংকে ১৮টি পদ।

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল (২০১৫) অনুযায়ী বেতন স্কেল নির্ধারিত হবে ১৬০০০-১৬৮০০-১৭৬৫৪০—৩৮৬৪০ টাকা। নিয়ম অনুযায়ী এর সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন নিয়োগপ্রাপ্তরা।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: 
ক. স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
খ. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম ১টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।

গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।
গ. কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

আবেদনের বয়স: ১৮/১১/২০২৪ তারিখে সব প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: আবেদন ফি ২০০ টাকা (অফেরতযোগ্য)।

নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক: https://erecruitment.bb.org.bd

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme