২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করল যারা

২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করল যারা

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে ২০২৬ সালের বিশ্বকাপ। এক বছরও বাকি নেই ফুটবলের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ের। টুর্নামেন্টে জায়গা পেতে এরই মধ্যে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব শুরু হয়েছে। কনমেবল অঞ্চলের বাছাইপর্বে মাত্র ১টি করে ম্যাচ বাকি আছে। আফ্রিকান বাছাইপর্ব চলছে। এশিয়া অঞ্চলের বাছাইপর্বও শেষ হয়নি।

তবে এরই মধ্যে বেশ কিছু দেশ বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। লাতিন অঞ্চল থেকে যেমন ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপে খেলা নিশ্চিত। আবার এশিয়া থেকে সরাসরি আট দেশ বিশ্বকাপে খেলবে। যার ছয়টি নামই নিশ্চিত হয়ে গেছে।

আফ্রিকা মহাদেশ থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে মরক্কো। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে সবার আগে। সব মিলিয়ে প্রথমবার ৪৮ দল নিয়ে অনুষ্ঠেয় বিশ্বকাপে ১৭ দেশের আগামী বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে।

কনকাকাফ: স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। কনকাকাফ অঞ্চলের তৃতীয় রাউন্ডের বাছাইপর্ব শেষ হবে নভেম্বরে। সেখানে কোস্তারিকা, হন্ডুরার্স, জামাইকার মতো দল বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াইয়ে আছে।

দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। ১৫ বছর পর প্যারাগুয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে। প্লে অফ থেকে ভেনেজুয়েলা ও বলিভিয়ার একদল বিশ্বকাপে যাবে।

এশিয়া: সরাসরি অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, উজবেকিস্তান ও ইরান এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আরও দুটি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে। আন্তমহাদেশীয় প্লে অফ থেকে আসবে আরও এক দল।

ওশেনিয়া: নিউজিল্যান্ড।

আফ্রিকা: সবার আগে আফ্রিকা থেকে মরক্কো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাছাইপর্ব ও প্লে অফ পেরিয়ে আরও আটটি দল মূল পর্বের টিকিট পাবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme