অনলাইন ডেস্ক:
কুমিল্লায় তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনুপস্থিত থাকায় চার্জ গঠনের তারিখ আবারও পিছিয়েছে। সোমবার আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে চার্জ গঠনের তারিখ পেছান কুমিল্লা আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।
কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলায় হতাহতের ঘটনায় দায়ের করা মামলাসহ তিন মামলায় আসামি খালেদা জিয়া। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুস সা’দাত ও অ্যাডভোকেট কাইমুল হক রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামিপক্ষের আইনজীবী কাজী নাজমুস সা’দাত বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে আদালতের নির্দেশে সরকারের হেফাজতে আছেন। তাই তাকে উপস্থিত করার দায়িত্ব সরকারের। এছাড়াও তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা আদালতে আবেদন করেছি, যেহেতু খালেদা জিয়া অসুস্থতাসহ নানান কারণে অনুপস্থিত তাই যেন চার্জ গঠনের তারিখ পেছানো হয়। আমাদের আবেদন গ্রহণ করা হয়েছে। তবে পরবর্তী তারিখ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
Leave a Reply