জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

আদালত প্রতিবেদক, জয়পুরহাট


জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ছাত্রলীগ নেতার করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার দুপুরে জয়পুরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি এটিএম মুজাহিদ আজিজ মোনা।

মামলা সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২০১৪ সালে লন্ডনে একটি সেমিনারে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে একই বছরের ১৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত  হয়। এরপর তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা জয়পুরহাট  সদর থানায় ২০১৫ সালের ২৮ মে একটি মামলা দায়ের করেন। এই মামলার দীর্ঘ শুনানি শেষে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাকে অব্যাহতি ও মামলাটি খারিজ করে দেন।

জয়পুরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর শাহানুর রহমান শাহিন বলেন, তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে যে মামলা করেছিলেন ছাত্রলীগ নেতা তার কোন ভিত্তি ছিলনা। আদালতের উপর বিগত স্বৈরাচার সরকার হস্তক্ষেপের কারণে এ মিথ্যা মামলার ন্যায় বিচার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছিল। আজ আদালত মামলাটি পর্যালোচনা করে এবং যার উপর ভিত্তি করে মামলাটি করা  হয়েছিল মামলার তদন্তকারী কর্মকর্তা কোন প্রমান উপস্থাপন করতে পারেনি। এজন্য বিজ্ঞ আদালত মিথ্যা মামলা থেকে তারেক রহমানকে খালাস দিয়েছেন।

জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন। অবশেষে সেই মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছেন। এজন্য আমরা অনেক খুশি।

এদিকে রায়ের পর আদালত চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme