অনলাইন ডেস্ক:
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে সাইবার নিরাপত্তা আইনের ধারা পড়তে আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করার মতো কোনো ধারা এই আইনে নেই।
শনিবার দুপুরে কসবা পৌর এলাকায় অবস্থিত হাবিবুল ইসলাম মেমোরিয়াল হাইস্কুলের একাডেমিক ভবন উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জি এম কাদেরের বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সাইবার সিকিউরিটি আইন করা হয়েছে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে। নিউজের পরিবর্তে টেলিভিশনে গান-বাজনা ও নাটক চলবে, কেউই আর সংবাদ পরিবেশন করতে পারবে না। বাংলাদেশে এখন গণতন্ত্রের অভাব।
এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এরশাদ সরকার ও জিয়াউর রহমান দুজনেই মার্শাল ল’ দিয়ে এ দেশের মানুষের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা ও সাংবাদিকদের স্বাধীনতা ধ্বংস করে গেছেন। জনগণের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগকে সংগ্রাম করতে হয়েছে। শেখ হাসিনাকে দুইবার কারাগার বরণ করেছেন।
Leave a Reply