নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
জয়পুরহাটে ২৩০ বোতল ফেনসিডিল আটকের মামলায় পলাশ হোসেন (৪৫) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডের দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ডও করা হয়।
সোমবার দুপুরে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দিন এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত পলাশ হোসেন জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। তবে তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৫মে বিকেলে পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের পলাশ হোসেনের বাড়িতে ফেনসিডিল রয়েছে এমন গোপন আসে বিজিবির কাছে। এমন সংবাদে বিজিবি সদস্যরা তার বাড়ির একটি গোপন ঘর থেকে ২৩০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাঁচবিবি থানায় মামলা করেন আটাপাড়া বিওপির তৎকালীন হাবিলদার রফিকুল ইসলাম।
এ মামলার দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত সোমবার দুপুরে এ রায় দেন। আসামী আদালত থেকে জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন।
Leave a Reply