নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
জয়পুরহাটে মেকানিক মিজানুর রহমান হত্যা মামলার প্রায় ১৬ বছর পর দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়। বুধবার দুপুরে সিনিয়র দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার টিএন্ডটি পাড়ার আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বী ও নাকুরগাছীর মোবারকের ছেলে ওসমান গণি রুবেল। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহেল রানা নামে একজনকে খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের হেলাল উদ্দীনের ছেলে মিজানুর রহমান পাঁচবিবি বড় মসজিদের সামনে পানের দোকানের পাশাপাশি বৈদুতিক মটর ও মেকানিকের কাজ করতেন। ২০০৭ সালের ১৯ অক্টোবর অজ্ঞাত ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান মিজানুর। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজা খুজি করেও সন্ধান পাননি। পরে ২২ অক্টোবর সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দমদমা শ্মশান ঘাটের ছোট যমুনা নদীর পাশের একটি আখক্ষেতে মিজানুরের লাশ শনাক্ত করেন পরিবার। সেসময় লাশের গলাকাটা ছিল। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
মামলার বিবরণে আরও বলা হয়েছে, পূর্ব শত্রুতার জেড় ধরে আসামীরা মিজানুরকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একই দিন তিনজনের নামে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
Leave a Reply