অনলাইন ডেস্ক:
দেওয়ানি প্রতিকারের বিধান থাকলেও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলতে বাধা নেই।
মঙ্গলবার লিখিত রায়ে এ কথা জানিয়েছেন হাইকোর্ট। ১৭ পাতার পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, শ্রম আইন মেনেই মামলা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।
যদিও হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আপিল করেছেন ড. ইউনূস। আগামী ১৭ আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এর শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে আবেদনে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট।
Leave a Reply