অনলাইন ডেস্ক:
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক এমডি প্রশান্ত কুমার (পি কে) হালদারকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩৩৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
পি কে হালদারকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছর আর অর্থপাচারের মামলায় ১২ বছর কারাদণ্ড দেওয়া হয়। দুদক আইনজীবী মীর আবদুস সালাম এসব তথ্য নিশ্চিত করেন।
একই সঙ্গে অর্থপাচারের মামলায় ১৩ জন সহযোগীকে দুই মামলায় ৭ বছর করে কারাদণ্ড দেন আদালত। আজ রায় ঘোষণাকালে সহযোগী ১৩ জনের মধ্যে সুকুমার মৃধা, মেয়ে অনিন্দিতা মৃধা, অবন্তিকা বড়াল ও শঙ্খ বেপারী আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামিরা পলাতক রয়েছেন।
মামলার প্রধান আসামি পিকে হালদার অর্থপাচারের অভিযোগে গত বছরের ১৪ মে ভারতের অশোকনগরে গ্রেফতার করা হয়। সেখানে তার বিচার চলছে।
Leave a Reply