নিউজ ডেস্ক:
নরসিংদীর মাধবদীতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি দশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিজ্ঞ বিচারক আ ন ম ইলিয়াস এ রায় দেন।
জানা গেছে, ২০১৮ সালে সদর উপজেলার মাধবদী থানাধীন কাঠালিয়ার ডৌকাদী এলাকায় বিদ্যুৎ বিলের ১৪০ টাকা পাওনা নিয়ে বড় ভাই মোক্তার হোসেন এবং ছোট ভাই আমান উল্লাহর সাথে ঝগড়া বাধে। এসময় ছোট ভাই আমান উল্লাহ বড় ভাইকে ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় বড় ভাই। পরে তাকে নারায়ণগঞ্জের আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্ত্রী হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply