শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ মামলায় সুমন মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এর বিচারক রেজাউল করিম এ রায় দেন।

জানা গেছে, ২০২১ সালের ১৮ জুলাই কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিসপুর গ্রামে শিশুটিকে তার দাদির জন্য ডাল দেওয়ার কথা বলে আসামি সুমন মিয়া বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা আকলিমা আক্তার বাদী হয়ে ১৯ জুলাই মামলা করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামি সুমন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme