অনলাইন ডেস্ক:
রাজধানীর দক্ষিণখানে ১৪ বছর বয়সী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুলাভাই মো. কবির হোসেন সোহাগকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকে তার মা কিংবা মায়ের আত্মীয়-স্বজনের তত্ত্বাবধানে থাকবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।
মঙ্গলবারঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মুহাম্মদ সামছুল ইসলাম এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে তাকে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি সোহাগ সম্পর্কে ভুক্তভোগী কিশোরীর দুলাভাই। ভুক্তভোগীর বাবা মারা যাওয়ার পর থেকে সে, তার মা ও আসামি একই বাসায় থাকতেন। ভুক্তভোগীর মা ও বোন চাকরি করেন। এ কারণে দিনের বেলায় তারা বাইরে থাকায় সুযোগ বুঝে বিভিন্ন সময়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন সোহাগ।
পরে একসময় ভুক্তভোগী সন্তানসম্ভবা হলে আসামি সোহাগ বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে ভুক্তভোগীকে বাসায় আটক করে রাখেন। পরে ভুক্তভোগী ছেলে সন্তান জন্ম দেন। এরপর সেখান থেকে পালিয়ে গিয়ে ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে ২০২১ সালের ২৫ জানুয়ারি রাজধানীর দক্ষিণখান থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
Leave a Reply