অনলাইন ডেস্ক:
নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশের জন্য পবিত্র সংবিধান তৈরি হয়েছে। এই সংবিধানের সংরক্ষণ করা প্রত্যেকের পবিত্র দায়িত্ব। আমরা সেভাবেই শপথ নিয়েছি।
মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি এক মিনিট নীরবতা পালন করেন। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, স্মৃতিসৌধ আমাদের শহিদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে নির্মিত হয়েছে। আমি এবং আমার সহকর্মীরা এখানে এসেছি শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এ দেশের সংবিধান তৈরি হয়েছে। এই সংবিধানকে সংরক্ষণ করা আমি ও আমার সহকর্মীদের প্রত্যেকের পবিত্র দায়িত্ব।
Leave a Reply