রংপুর ব্যুরো
রংপুরের পীরগাছায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের দায়ে সোহেল রানা (২৮) নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক রোকনুজ্জামান এ রায় দেন।
জানা গেছে, রংপুরের পীরগাছা উপজেলার পঞ্চম শ্রেণির এক ছাত্রী আসামি সোহেল রানার মায়ের কাছে আরবি পড়ত। এ জন্য প্রতিদিন সকালে ওই বাড়িতে যাতায়াত করত শিশুটি। এ সময় শিশুটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত সোহেল। ২০১৬ সালের ১ আগস্ট সকালে শিশুটি আরবি পড়তে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামি সোহেল রানা ঘরের মধ্যে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে সোহেল রানা ও তার সহযোগী রত্না বেগমকে আসামি করে মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন।
Leave a Reply