ডেস্ক রিপোর্ট:
শরীয়তপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে রাজা মিয়া ব্যাপারী নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবারদুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রাজা মিয়ার বাড়ি সখিপুর থানার বকাউল কান্দি গ্রামে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালে রাজা মিয়া চাঁদপুর জেলার রাজরাজেশ্বর গ্রামের কাঞ্চন মালাকে বিয়ে করেন। বিবাহিত জীবনের ৭ বছরে তাঁদের দুইটি ছেলে ও একটি মেয়ে ছিল। বিয়ের পর থেকেই কাঞ্চন মালার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় যৌতুক হিসেবে টাকা চাইতেন রাজা মিয়া। কাঞ্চন মালার পরিবার বিভিন্ন সময় টাকাও দিয়েছেন তাকে। ঘটনার আগে স্ত্রীর পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন রাজা মিয়া। কাঞ্চন মালার পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে ২০২১ সালের ৬ জুন সকালে রাজা মিয়া তার স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকা মেডিকেলে নেয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার দিন রাজা মিয়াকে স্থানীরা আটক করে পুলিশে সপর্দ করেন।
Leave a Reply