আক্কেলপুরে নিয়ন্ত্রন হারিয়ে খাদে ভটভটি, আহত ১৫ ছাত্রী

আক্কেলপুরে নিয়ন্ত্রন হারিয়ে খাদে ভটভটি, আহত ১৫ ছাত্রী

সফিউল আলম সফি

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণের উদ্দেশ্য যাওয়ার পথে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের ভদ্রকালী গেটপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভটভটি খাদে পড়ে ১৫ ছাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে ৪ জন ছাত্রীর ইঞ্জিনের গরম পানিতে শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তারা হলেন, রিনা (১৩),সনেকা পাহান (১৪), জুই পাহান (১২), রুপালী (১৬)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলা পর্যায়ে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেওয়ার জন্য তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যালয়ের দপ্তরি একটি ভটভটিতে করে আক্কেলপুর আসছিলেন। পথে সোনামুখী ইউনিয়নের ভদ্রকালী গেটপাড়া নামক স্থানে ভটভটিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে আহত হন ওই ভটভটিতে থাকা ১৫ জন ছাত্রী। এসময় ভটভটির শ্যালো ইঞ্জিনের গরম পানিতে চারজন ছাত্রীর শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, আমরা ক্রীড়া প্রতিযোগীতায় অংশ করার জন্য আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ মাঠের উদ্দেশ্যে রওনা দিয়ে। মূল সড়ক বন্ধ থাকায় বিকল্প সড়ক ধরে আসার সময় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে আমার ঘটনাস্থলে গিয়েছিলাম। ১৫জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এর মধ্যে ৪ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, এটি একটি অনাকাংখিত দূর্ঘটনা। আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিস সার্বক্ষণিক খোজ খবর রাখছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme