আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ অজের আলী হত্যার প্রায় দুই মাস পর প্রধান আসামী জাহিদুল দেওয়ানকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১১ জুন) দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এর আগে গভীর রাতে উপজেলার রায়কালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহিদুল দেওয়ান আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের মৃত মহির দেওয়ানের ছেলে।
র্যাব জানায়, গত ১৮ এপ্রিল আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের যোগীভিটা নামক মাঠে জমিতে শিম চাষের বান কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে নিহত বৃদ্ধ অজের আলী ও আসামী জাহিদুল দেওয়ানের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে জাহিদুল দেওয়ান ধান নিয়ে যাওয়ার বাঁশের বাং দিয়ে অজের আলীর বুকে আঘাত করে। পরে ২৪ এপ্রিল তিনি মারা যান। এ ঘটনায় ওই বৃদ্ধের ছেলে মোস্তফা থানায় হত্যা মামলা করলে আসামী জাহিদুল পালিয়ে ছিলেন। এরপর গতরাতে তথ্যপ্রযুক্তি সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply