শফিউল আলম সফিঃ আক্কেলপুর (জয়পুরহাট)
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদের মাসিক উন্নয় ও সম্বনয় সভা, ভোক্তা অধিকার সংরকষণ আইন অবহিত করণ এবং উপজেলা আই সিটি, ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তাবাযন অবেক্ষণ অবেক্ষণ ও পরিবীক্ষণ সহ একাধিক বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুন্জুরুল আলম এর সভাপতিত্বে মাসিক উন্নয়ণ ও সমন্বয় বিষয়ক সাধারণ সভা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ ও বাস্ততবায়ন বিষয়ক সেমিনার, উপজেলা আইসিটি, ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবীক্ষণ কমিটির নভেম্বর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখিত বিষয় সমুহ বাস্তবায়ন সহ উপজেলার সার্বিক উন্নয়ন কল্পে প্রযোজনীয পদক্ষেপ গ্রহণের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ এমরান হোসেন, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, প্রাণী সম্পদ অফিসার সার্জন ডাঃ রাশেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার আবু শফি মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইঞ্জিনিয়ার আবদুর রহিম। উপজেলা আ’লীগের সভাপতি অবঃ মুজিবুর রহমান সরকারী কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতর প্রধানগণ প্রমুখ।
Leave a Reply