নিউজ ডেস্ক:
চট্টগ্রামে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে সোহেল মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাস কারাদণ্ড দেওয়া হয়। রবিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মো. সিরাজুদ্দৌল্লাহ কুতুবী এই রায় দেন।
জানা গেছে, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর ভিকটিম কিশোরী বাড়ি থেকে জিয়ারতের উদ্দেশ্যে মোহছেন আউলিয়া (রা.) মাজারে যায়। একইদিন বিকেলে মাজার এলাকা থেকে সোহেল মিয়া কিশোরীকে ফুসলিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কর্ণফুলী থানার কাফকো সেন্টার এলাকায় নিয়ে যায়। পরে ১৪ সেপ্টেম্বর ওই কিশোরীকে কেইপিজেড মাঠে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে কয়েকবার ধর্ষণ করে।
Leave a Reply