ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে তৃতীয় শ্রেণির ছাত্র কাফি খন্দকার (৮) হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ক্ষেতলাল উপজেলা গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে থানা বাজারের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন, নিহত কাফির বাবা সঞ্চয় খন্দকার, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সভাপতি জোবায়ের হোসেন রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটির মুখপাত্র শাহিনুর ইসলাম শাহীন ও ছাত্র প্রতিনিধি আতিক ইসলাম আকাশ।
এসময় শিক্ষক-শিক্ষার্থী, কাফির পরিবার ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা কাফি হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে ১৮ এপ্রিল ক্ষেতলাল উপজেলার সুহলাপাড়া গ্রাম থেকে নিখোঁজ হয় স্কুলছাত্র কাফি। এর ৯দিন পর ২৬ এপ্রিল ওই গ্রামের একটি পুকুর পাড়ের ঝোপ থেকে কাফির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
Leave a Reply