জয়পুরহাটে এনসিপির পথসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জয়পুরহাটে এনসিপির পথসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জয়পুরহাট প্রতিনিধি


আগামী ৫ জুলাই জয়পুরহাটে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় শতাধিক নেতৃবৃন্দ। তাদের আগমন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাবে মতবিনিময় সভার আয়োজন করে জেলা এনসিপির নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর, যুগ্ন সমন্বয়কারী ওমর আলী বাবু, এনসিপি’র যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম, জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবির, নুরুল হোসেন রনজু, জহুরা বেগম, ঝর্ণা আক্তার প্রমুখ।

জেলা কমিটির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর জানান, ৫ জুলাই এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ন আহবায়ক শামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জ্যেষ্ট যুগ্ন সদস্য সচিব ডাঃ তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা জয়পুরহাটে পদযাত্রা ও পথসভায় অংশ নিবেন। বিকেল ৩টায় আবুল কাশেম ময়দানে পথসভায় জনগনের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন। তিনি আরও জানান, অবহেলিত জয়পুরহাট জেলা উন্নয়নে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিকট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার প্রস্তাবনা তুলে ধরা হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme