ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটে কৃষক পর্যায়ে বিএডিসির বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় ডিলার প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ক্ষেতলাল উপজেলার শালবন মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএডিসির মহাব্যবস্থাপক (বীজ) আবির হোসেন।
বগুড়া সার্কেলের উপপরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক সেলিম হায়দার, প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদুল আলম, বগুড়া সার্কেলের যুগ্ম পরিচালক উৎপল কুমার সাহা ও জয়পুরহাট বিএডিসির (বীজ) সহকারী পরিচালক বিপ্লব কুমার মহন্ত।
এসময় জেলার শতাধিক বিএডিসি ডিলার উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান বিভিন্ন কোম্পানির বীজ আলুর প্রতি ঝুঁকে পড়েছে কৃষকরা। এতে করে তাদের আলু চাষে বেশি টাকা ব্যয় হয়। এর থেকে সরকারি বীজ বিএডিসির দাম অনেক কম। এবার ফলনও খুব ভাল হচ্ছে। এজন্য কৃষকরা বিএডিসির বীজ বপন করলে ফলন ভালো পাবে, উৎপাদন খরচও কমবে।
এর আগে অতিথিরা জেলার বিভিন্ন স্থানে বিএডিসি আলুর ক্ষেত পরিদর্শন করেন।
Leave a Reply