জয়পুরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় সভা

জয়পুরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় সভা

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটে গ্ৰাম আদালত কার্যক্রমে অগ্ৰগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার মোহাম্মদ রায়হান, সিনিয়র সহকারী কমিশনার  স্থানীয় সরকার শাখা মৌসুমী হক,গ্ৰাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক  রাজিউর রহমান রাজু প্রমুখ। এছাড়াও  গ্রাম আদালতের সঙ্গে যুক্ত ইউনিয়ন পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন,গ্রামীণ জনগণ বিশেষ করে নারী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দোড় গোড়ায় আইন সেবা নিশ্চিত করণের গ্রাম আদালতের কোন বিকল্প নেই। গ্রামে অনেক ছোট খাটো ঘটনা ঘটলেও এখনও কিছু মানুষ তার প্রতিকার চাইতে থানা বা জেলা আদালতে আসেন যাতে অনেক সময়ও অর্থ ব্যয় হয়। এর ফলে তারা আরো সমস্যায় জড়িয়ে পড়েন। এ জাতীয় ছোট-খাটো সমস্যা স্বল্পসময়ে, অল্প খরচে গ্রাম আদালতেই নিষ্পত্তি করা যায়। বর্তমান সরকার গ্রাম আদালত কার্যকরী করতে অঙ্গীকারবদ্ধ  ও সক্রিয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme