জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়াল হত্যা মামলায় বাবা-ছেলেসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার গভীর রাতে নওগারঁ ধামইরহাট উপজেলার চন্দ্রকোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট সদরের কোঁচাকুড়ি এলাকার মৃত ছকির উদ্দীনের ছেলে ছামছুদ্দিন মন্ডল, ছামছুদ্দিনের দুই ছেলে রুবেল ও শিহাব।
র্যাব জানায়, পূর্ব বিরোধের জের ধরে গত ২৮ মে আসামীরা জয়পুরহাট শহর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি পিয়ালকে শহরের ইসলামনগর এলাকায় ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা পিয়ালকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পিয়ালের মা ইতি আক্তার বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর আসামীরা আত্মগোপনে চলে যায়। এরপর গেল রাত দুইটার দিকে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নওগারঁ ধামইরহাট উপজেলার চন্দ্রকোলা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এর আগে এ মামলার প্রধান আসামী সোহেল রানাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply