আদালত প্রতিবেদক, জয়পুরহাট
জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জয়পুরহাট জেলা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়।
পরে আদালত চত্তরে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত এক আলোচনা সভায় জেলা ও দায়রা জজ মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারী ও শিশু আদালতের বিচারক আব্দুল মোক্তাদির, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) বেগম জান্নাতুল রাফিন সুলতানা।
Leave a Reply