জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদরের খনজনপুর মিশন এলাকায় ট্রাক-ট্রাক্টর-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইদ্রিস আলী (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও ৫ জন। রবিবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস আলী জয়পুরহাট সদর উপজেলার আদর্শপাড়া গ্রামের একরাম আলীর ছেলে।
জয়পুরহাট থানার ওসি খন্দকার ফরিদ হোসেন জানান, নিহত অটোরিকশা চালক ইদ্রিস আলী ৫ জন যাত্রী নিয়ে জয়পুরহাট শহর থেকে ভাদসার দূর্গাদহ বাজারে যাচ্ছিলেন। পথে খনজনপুর মিশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এরপর ট্রাকটি একটি মেসি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে অটো চালক ইদ্রিস আলী মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করান। এদের মধ্যে মাসুদ হোসেন, শামীম হোসেন ও তার স্ত্রী মিনু আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ার বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ওসি আরও জানান, ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply