জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে বৈধ জমি আত্মসাৎ, নির্যাতন ও হুমকির অভিযোগে নিরাপত্তা চেয়ে দুই চিত্র শিল্পী ছেলে মাহবুব আলম ও মারুফ হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মা।
শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মেহেরুন নেছা। তিনি সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার স্বামীর মৃত্যুর পূর্বে ভবিষতের কথা চিন্তা করে মেহেরুন নেছার নামে ৩২ শতাংশ জমি হেবা রেজিষ্ট্রেরী দলিল মুলে লিখে দেন। উক্ত সম্পত্তি পরবর্তীতে তার নামে অনলাইন খারিজসহ খাজনা পরিশোধ করা হয়। এরপর দুই ছেলে মাহবুব আলম ও মারুফ হাসান মাকে ভরণ পোষণ দেওয়ার কথা বলে জমিটি দখলে নেয়। পরে ভরণ পোষণ না দিলে মেহেরুন নেছা জমি ফেরত নিতে গেলে জানতে পারে সেই জমি তার দুই ছেলে বন্ধক রেখেছে। ওই জমি চাইতে গেলে মিথ্যা মামলা, নির্যাতন, হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগীতা চান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মেঝো ছেলে মাসুদ রানা, তার স্ত্রী খুরশিদা বেগম, নাতনী মরিয়ন নেছা মুন্নি, নাতী জামাই ফজলে রাব্বী, ভাতিজা শাহীন ও এলাকাবাসী এনায়েত আলী ও মুনির হোসেন খান সাজু।
Leave a Reply