নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
জয়পুরহাটে চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দোষী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আজিজুল হক ফেন্সির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের পাঁচুরমোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন জেলা এনজিও সমন্বয়কারী আরিফ হোসেন, হার্টকোর পিপল ডেভেলপমেন্টের সভাপতি মাহবুবা সরকার, নির্বাহী পরিচালক মোসলেমা বেগম, জাসকো ফাউন্ডেশনের এলাকা ব্যবস্থাপক ভানু বালা, সদর থানা সভাপতি হযরত আলী প্রমুখ।
মানববন্ধনে ধর্ষক আজিজুল হক ফেন্সির সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।
গত ২৩ জুন জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ি এলাকার হজরত ফাতেমা (রঃ) কওমি হাফেজিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আজিজুল হক ফেন্সি ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগির পিতা থানায় মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
Leave a Reply