জয়পুরহাট প্রতিনিধিঃ
‘প্লাস্টিক দুষণ আর নয়’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালীটি বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ফারুক হোসেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক আরিফুর ইসলাম, জেআরডিএমের প্রকল্প ব্যবস্থাপক আল আমিন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লীনের অতিরিক্ত সমন্বয়ক মাহমুদুল হাসান।
বক্তারা বলেন, প্রকৃতি ও পরিবেশ থেকে নানা উপাদান গ্রহণ করে মানুষ বেঁচে থাকে। তাই প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হলে মানুষের অস্তিত্বও হুমকির মুখে পড়বে। এজন্য আমাদের পরিবেশের ক্ষতি হবে এমন কাজ থেকে সচেতন থাকতে হবে।
Leave a Reply