জয়পুরহাটে রবিদাস পরিবারকে জমি থেকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

জয়পুরহাটে রবিদাস পরিবারকে জমি থেকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় দলিত সম্প্রদায়ের সুকিয়া রবিদাস ও শিব রানী রবিদাসকে নিজ জমি থেকে জোরপূর্বক অবৈধ উচ্ছেদের প্রতিবাদ ও ভূমি দখলকারীর শাস্তিসহ ৪ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের আয়োজনের শহরের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, কোষাধক্ষ্য সুধির তিরকি, জেলা কমিটির আহবায়ক বাবুল রবিদাস, আদিবাসী সংঘ কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট এ এইচ আল মুরাদ, জেলা সিপিবির সভাপতি বদিউজ্জামান বদি, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক ওবায়দুল্লাহ মুসা ও বাংলাদেশ রবিদাস ফোরাম জেলা শাখার সভাপতি মুনিলাল রবিদাসহ ভুক্তভোগি পরিবারের সদস্যরা।

বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী তায়েজ উদ্দীন ভুক্তভোগিদের ত্রাণ দেওয়ার কথা বলে প্রথমে ইউএনও অফিস পরে জেলা রেজিস্টার অফিসে নিয়ে গিয়ে সাদা স্ট্যাম্প ও ডেমীর মধ্যে টিপ সই নেয়। পরে দলিল সৃষ্টি করে ৩ শতক জমির উপর আদালত থেকে রায় পান। কিন্তু তিনি অন্যায়ভাবে ভুক্তভোগীদের ৬ শতক জমি দখল করে বাড়ি থেকে উচ্ছেদ করেন। ভুক্তভোগী পরিবার মানবেতরভাবে দিন কাটাচ্ছে। বিষয়টি বিভিন্ন মহলে জানালেও কোন লাভ হয়নি।

তাই অবিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ভুক্তভোগীদের বেহাত হওয়া জমি উদ্ধার ও হস্তান্তর, জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি, মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি বসতবাড়ি পুনর্র্নিমাণে রাষ্ট্রীয় উদ্যোগ ও ভুক্তভোগীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme