জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে স্বপ্ন চন্দ্র ঘোষ নামে এক ব্যক্তি গত ১৫ বছর ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি ২০০৯ সালের ৮ই সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।
দীর্ঘদিন ধরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় নিখোঁজের ১১ দিন পর, অর্থাৎ ১৯ সেপ্টেম্বর ২০০৯ তারিখে তার পরিবারের পক্ষ থেকে পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, যার নম্বর ৭৫২। কিন্তু আজও তার কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ স্বপ্ন চন্দ্র ঘোষের পিতার নাম মৃত সুদের চন্দ্র ঘোষ এবং তার গ্রামের বাড়ি পাঁচবিবি উপজেলার উচনা খাঙ্গরহাট এলাকায় (ডাকঘর- ধরঞ্জী)। নিখোঁজ হওয়ার সময় তার পরনে লুঙ্গি ও হাফহাতা শার্ট ছিল। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাথার চুল ছোট এবং আনুমানিক ওজন ৭০ কেজি।
কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তবে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: শ্যামলী রানী ঘোষ- মোবাইল: ০১৭৪০২৫৭১৩১
Leave a Reply