নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ। শনিবার দুপুরে জয়পুরহাট চিনিকল এলাকায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
শাম্মিম আজিজ সাজ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সহধর্মীনী।
শাম্মিম আজিজ সাজ জানান, তিনি দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে জড়িত থেকে মানুষদের জনসেবা করে আসছেন। এছাড়া তিনি নারী নেত্রী হিসেবে নারীদের বিভিন্ন উন্নয়মূলক কাজসহ অন্যান্য উন্নয়ন কাজ করার জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনে জয়ী হলে তিনি শতভাগ দিয়ে মানুষের জন্য কাজ করবেন।
এসময় জেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply