নিউজ ডেস্ক:
নীলফামারীর সৈয়দপুরে জিপিএ-৫ না পাওয়া রাফসান জানি এ্যমিল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। রবিবার দুপুরে উপজেলার বাঙালিপুর নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ্যামিল একই এলাকার আব্দুর রহিমের ছেলে। সে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
এ সময় তার বাবা-মা কেউ বাড়িতে ছিলেন না। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বাড়ির টিন খুলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।
সৈযদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply