নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় শিব মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল।
পরে সেখান থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন, জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব বাবু নন্দলাল পার্শী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাড. হৃষিকেষ সরকার, সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি শ্যামল কুমার সাহা, সাধারণ সম্পাদক অ্যাড. স্বপন কুমার তালুকদার, সদর উপজেলা শাখার সভাপতি কালীচরণ আগরওয়ালা, কেন্দ্রীয় শিব মন্দিরের সাধারণ সম্পাদক রাজ কুমার খেতনসহ হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা।
Leave a Reply