সেলিম হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় শহরের রেলস্টেশন রোড থেকে র্যালীটি বের হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় সেখানে এক আলোচনা সভায় জেলা তাঁতীদলের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব ও শহর বিএনপির আহবায়ক মতিউর রহমান।
পরে বাজারে উর্দ্ধগতির প্রতিবাদে শহরের রেলগেট এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
Leave a Reply