জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে এক নারীকে (৩৫) ধর্ষণের মামলায় আবু কাহার (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মধ্যরাতে গাইবান্ধার গােবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ধর্ষক জয়পুরহাটের কালাই উপজেলার শাইলগুন গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত ধর্ষক কখনো রিক্সা চালাতেন, কখনো শ্রমিকের কাজ করতেন। গত ২৭ মে রাতে জয়পুরহাট পৌর শহরের প্রফেসরপাড়া এলাকায় ওই নারীকে বাসায় একা পেয়ে জােরপূর্বক ধর্ষণ করে আবু কাহার। ঘটনার পর ভিকটিম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এদিকে মামলার পর থেকেই আসামি বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন। এরপর গত মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
Leave a Reply