জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে মাদক মামলায় জাহিদুল ইসলাম ওরফে জাইদুল নামে একজনের যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার বিকেলে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত জাইদুল ইসলাম পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ২০ এপ্রিল পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের আবারপাড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদ আসে জয়পুরহাট র্যাবের কাছে। এমন সংবাদে র্যাব সেখানে অভিযান চালিয়ে বস্তার মধ্যে থাকা ৯৯ বোতল ফেনসিডিলসহ জাইদুলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সেদিনই র্যাবের পক্ষ থেকে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন। তবে দন্ডপ্রাপ্ত আসামী জাইদুল পলাতক রয়েছেন।
Leave a Reply